রাঙ্গুনিয়ায় খলিলুর রহমান শাহ’র ওরশ অনুষ্ঠিত

0

নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড দক্ষিণ ঘাটচেক হযরত মাওলানা খলিলুর রহমান শাহ (র.) ৯৯ তম বার্ষিক ওরস শরীফ উদযাপন উপলক্ষে মাওলানা খলিলুর রহমান শাহ (র.)জীবনী শীর্ষক সেমিনার ও আলোচনা সভা ঘাটচেক জামে মসজিদে মঙ্গলবার (৯ ফেব্র“য়ারি) রাতে মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন রাঙ্গুনিয়া সরকারি কলেজ ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ও ঘাটচেক হযরত আয়েশা সিদ্দিকা (রা.) জামে মসজিদের খতিব মাওলানা ড. মুহাম্মদ আবদুল মাবুদ। আলোচনায় অংশগ্রহণ করেন করেন মুফতি মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম আল্কাদেরী,মাওলানা মোহাম্মদ মুনিরুল ইসলাম আল কাদেরী , মোহাম্মদ শফিউল আলম, মোহাম্মদ আবুল কাশেম সওদাগর, মোহাম্মদ মুসলিম উদ্দিন সওদাগর প্রমুখ। মিলাদ- কিয়াম, আখেরি মোনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়। মাহফিল সঞ্চালনা করেন মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম শাওন।

Share.

Leave A Reply