রাঙ্গুনিয়ায় খলিলুর রহমান চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

0

রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত খলিলুর রহমান চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। রোববার (১৯ সেপ্টেম্বর) বিকালে ইছাখালী জাকির হোসেন স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় জয়লাভ করে উত্তর ঘাটচেক বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে গোলশূণ্য ড্র হওয়ার পর টাইব্রেকারে গিয়ে তারা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ফুটবল একাদশকে পরাজিত করে। এরআগে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মাস্টার দাউদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। উদ্বোধক ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সদস্য আকতার হোসেন খাঁন, টুর্নামেন্টের প্রধান পৃষ্টপোষক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাসুদ রানা, পৌরসভার কাউন্সিলর জসিম উদ্দিন শাহ, আবুল কাশেম, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, ক্রীড়া বিষয়ক সম্পাদক আবদুল মালেক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নাছির উদ্দিন রিয়াজ, পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি ইউসুফ রাজু, টুর্নামেন্ট পরিচালনা কমিটির পিপলু বড়–য়া, নূর কবির রাজু, রাসেল রাসু, মানিক কান্তি দাশ, মো. সালাউদ্দিন, আরমান হোসেন তুষার প্রমুখ। খেলার রেফারি ছিলেন মুক্তি সাধন বড়–য়া। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নিচ্ছে।

Share.

Leave A Reply