রাঙ্গুনিয়ায় খলিলুর রহমান চৌধুরী ফুটবল টুর্নামেন্ট : ৩য় খেলায় জয়ী কদলপুর ফুটবল একাদশ

0

রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত খলিলুর রহমান চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ৩য় খেলায় জয় পেয়েছে কদলপুর ফুটবল একাদশ। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ইছাখালী জাকির হোসেন স্টেডিয়ামে টুর্নামেন্টের ৩য় খেলায় নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হয়। নির্ধারিত সময়ের মধ্যে খেলা অমীমাংসিত হওয়ায় টাইব্রেকারে গিয়ে কদলপুর ফুটবল একাদশ ইছাখালি জাকিরাবাদ ফুটবল একাডেমিকে পরাজিত করে। পরে টুর্নামেন্টের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মাস্টার দাউদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান। এসময় উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান পৃষ্ঠপোষক ও রাঙ্গুনিয়া ইউসিসিএ লিমিটিডের চেয়ারম্যান আরিফুল ইসলাম চৌধুরী, উপজেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক রাসেল রাসু, ছাত্রলীগের মো. বাবলু, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আবদুল মালেক, মানিক কান্তি দাশ, বিষু বড়–য়া, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসাইন আফতাব প্রমুখ। খেলার প্রধান রেফারি ছিলেন রতন কান্তি দাশ ও সহকারি রেফারি ছিলেন মুক্তি সাধন বড়–য়া, নুরুল আজিম রনি। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নিচ্ছে। টুর্নামেন্টের ৪র্থ খেলা বৃহষ্পতিবার (২৩ সেপ্টেম্বর) মোহাম্মদপুর ফুটবল একাদশ বনাম শিলক ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হবে।

Share.

Leave A Reply