রাঙ্গুনিয়ায় খলিলুর রহমান ফুটবল টুর্নামেন্টে জয়ী হাটহাজারী একাদশ

0

রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম খলিলুর রহমান চৌধুরী স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ৬ষ্ট খেলা ইছাখালী জাকির হোসেন স্টেডিয়ামে শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে অনুষ্ঠিত হয়েছে। খেলায় ২-১ গোলের ব্যবধানে জয় লাভ করেছে হাটহাজারী স্পোর্টস ক্লাব। তারা মোগলের হাট খেলোয়াড় সমিতিকে পরাজিত করে। খেলার প্রথমার্ধের ১৮ মিনিটের মাথায় হাটহাজারী একাদশের পক্ষে প্রথম গোলটি করেন দলীয় অধিনায়ক রেজাউল। প্রথমার্ধের ২৫ মিনিটের মাথায় দলের পক্ষে ২য় গোলটি করেন হাটহাজারী দলের দীপ্ত দাশ। দলীয় ক্যাপ্টেন রেজাউলের বাড়িয়ে দেয়া বলে ২য় গোলটি করেন এই স্ট্রাইকার। দ্বিতীয়ার্ধের ৫ মিনিটের মাথায় মোগলের হাট খেলোয়াড় সমিতির রকিব দলের পক্ষে একমাত্র গোলটি শোধ করেন। শেষে ২-১ গোলের ব্যবধানে মাঠ ছাড়েন দুই দল। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন হাটহাজারী একাদশের দীপ্ত দাশ। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মাস্টার দাউদুল ইসলামের সভাপতিত্বে এদিন খেলায় প্রধান অতিথির বক্তব্য দেন চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং। বিশেষ অতিথি ছিলেন সাবেক ফুটবলার আলী আকবর, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সাংবাদিক জগলুল হুদা, পিপলু বড়ুয়া, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আবদুল মালেক, বিশু বড়ুয়া, রাসেল রাসু, মানিক কান্তি দাশ, মোনতাহের রহমান চৌধুরী প্রমুখ। শেষে ম্যান অব দ্যা ম্যাচ ট্রপি তুলে দেন অতিথিবৃন্দ। এদিন খেলা পরিচালনায় ছিলেন মুক্তি সাধন বড়–য়া। রোববার (২৬ সেপ্টেম্বর) বিকালে একই মাঠে মুখোমুখি হবে ইছাখালী ফুটবল একাদশ পাহাড়তলী উনসত্তর পাড়া বয়েজ ক্লাব।

Share.

Leave A Reply