রাঙ্গুনিয়ায় খলিলুর রহমান ফুটবল টুর্নামেন্ট: ৭ম খেলায় জয়ী ইছাখালি একাদশ

0

রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম খলিলুর রহমান চৌধুরী স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ৭ম খেলা ইছাখালী জাকির হোসেন স্টেডিয়ামে রোববার (২৬ সেপ্টেম্বর) বিকালে অনুষ্ঠিত হয়েছে। খেলায় ২-০ গোলের ব্যবধানে জয় লাভ করেছে ইছাখালী ফুটবল একাদশ। তাঁরা পাহাড়তলী উনসত্তর পাড়া বয়েজ ক্লাবকে পরাজিত করে। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মাস্টার দাউদুল ইসলামের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মুহাম্মদ মুস্তফা কামাল। উপস্থিত ছিলেন পৌর কৃষকলীগ নেতা এনামুল হক, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আবদুল মালেক, মানিক কান্তি দাশ, বিশু বড়ুয়া, মুনতাহের রহমান চৌধুরী প্রমুখ। শেষে ম্যান অব দ্যা ম্যাচ ট্রপি তুলে দেন প্রধান অতিথি।

Share.

Leave A Reply