রাঙ্গুনিয়া প্রতিনিধি :
ইসলামী হামদ, নাত, মরমী সংগীত ও ভান্ডারী গানের জনপ্রিয় লেখক এবং বাংলাদেশ টেলিভিশন ও রেডিও’র তালিকাভুক্ত গীতিকার ও সুরকার শামসুল ইসলাম ভান্ডারীর জীবনকর্ম নিয়ে আলোচনা সভা রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের হালিমপুর দরবার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আতে বাংলাদেশ এর কেন্দ্রীয় মহাসচিব ও আঞ্জুমান রজভীয়া নূরীয়া বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পীরে ত্বরিকত আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরী (মা.)। বিশেষ অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআতে বাংলাদেশের প্রেসিডেন্ট সদস্য কাজী মুহাম্মদ ফোরকান রেজা, চট্টগ্রাম জেলার যুব পরিষদ নেতা মাজহারুল হক, আঞ্জুমান রজভীয়া নূরীয়া বাংলাদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা মোহাম্মদ আবদুল কাদের রজভী, হাটহাজারী যুব পরিষদের সভাপতি ফরিদুল আলম, আহলে সুন্নাত যুব পরিষদ রাউজান উপজেলার আহবায়ক সচিব মুহাম্মদ শাহীন সুজন পাটোয়ারী, আহলে সুন্নাত যুব পরিষদ ফটিকছড়ি দক্ষিণের সভাপতি আবু হানিফ রিপন, মরহুমের সন্তান মো. বখতিয়ার হোসেন প্রমুখ। এসময় নেতৃবৃন্দ শামসুল ইসলাম ভান্ডারীর কবর জিয়ারত করেন এবং তার রূহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন। এরআগে আহলে সুন্নাত ওয়াল জামায়াত রাঙ্গুনিয়া উপজেলা যুব পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য “ আমি মদিনার পাগল ্আমি নবীজির পাগল, মদিনার ধুলবালি মোর নয়নের কাজল”, “বারই রবিউল আউয়াল ঘুরে এসেছে সকল ঈদের সেরা ঈদ ঘুরে এসেছে” জনপ্রিয় এই না’আতে রাসূলের (দ:) রচয়িতা ছিলেন শামসুল ইসলাম ভান্ডারী। তার বাড়ি উত্তর রাঙ্গুনিয়ার রাজা নগর ইউনিয়নের হালিমপুর গ্রামে। শুধৃু না’ত গজল নয়। তিনি মাইজ ভান্ডারী গান, ইসলামী সংগীত, দেশাত্ববোধক, বাউল, মরমী ও পল্লী বিচ্ছেদসহ ৩ হাজারেরও বেশি গান রচনা করেছেন। সুর দিয়েছেন ১ হাজারেরও বেশি গান, গজল ও না’আতের। তাঁর লেখা আলোর জগত, মদিনার ফুল, গোলজারে মারফত, দো নয়নের জল, ভাব সাগরের জল, ব্যথার কথা, গোলজারে হাকিকত, নবী নুরানী বুলবুলসহ ৮টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। অপ্রকাশিত রয়েছে আরো ৫ শতাধিক না’ত, গজল ও মাইজ ভান্ডারী গান। জীবনের ৬০ বছরেরও বেশি সময় তিনি ব্যয় করেছেন সঙ্গীতের পেছনে। সদালাপী, বিচক্ষন ও শান্ত স্বভাবের এই মানুষটি ২০১০ সালের ২৯ জানুয়ারী ইহকালত্যাগ করেন।