রাঙ্গুনিয়ায় চেক ডিজঅনার মামলায় এক ব্যক্তি কারাগারে

0

নিজস্ব সংবাদদাতা■ রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়ায় চেক ডিজঅনার মামলায় এক ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তাঁর নাম জহিরুল ইসলাম রায়হান। বাড়ি চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের বনগ্রাম আজিজ নগর গ্রামে। বুধবার(২৮ জুলাই) রাতে একই ইউনিয়নের লিচুবাগান ফেরীঘাট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বৃহষ্পতিবার (২৯ জুলাই) দুপুরের দিকে ওই ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রবিউল হোসেন বলেন, “ চেক জালিয়াতির দুটি মামলায় আসামীর বিরুদ্ধে পরোয়ানা রয়েছে।”
মামলার বাদী মোহাম্মদ কোরবান আলী বলেন, “ তিনি প্রবাসে থাকার কারনে জহিরুল ইসলাম রায়হানকে তাঁর ভাড়াটিয়াদের বাসা ভাড়ার টাকা প্রতি মাসে তুলতে দেন। তাঁর কাছে থাকা বাসা ভাড়ার ১ লাখ ৬৫ হাজার টাকা দিতে তিনি গড়িমসি করতে থাকে। পরে সালিশী বেঠকে আলাদা চেকের মাধ্যমে তিনি পরিশোধ করার নিমিত্তে কোরবান আলীর নামে চেক প্রদান করেন। কিন্তু পরবর্তীতে ব্যাংক থেকে চেকগুলো ডিজঅনার হয়। ওই ব্যক্তি প্রতারণার মাধ্যমে বাসার গ্যাসবিল ও বিদ্যুৎ বিল দীর্ঘদিন ধরে জালিয়াতির মাধ্যমে ৬/৭ লাখ টাকা আতœসাৎ করেছেন অভিযোগ কোরবান আলীর।

Share.

Leave A Reply