রাঙ্গুনিয়ায় ছাত্রসেনার ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0

নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা উত্তর শাখার আয়োজনে ছাত্র সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ জানুয়ারি) বিকালে রাণীরহাট স্কুল মাঠে ছাত্র সমাবেশ শেষে বর্ণাঢ্য র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ছাত্রসমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রসেনা রাঙ্গুনিয়া উপজেলা উত্তরের সভাপতি মুহাম্মদ আব্দুল খালেক তালুকদার। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান আল্লামা এম এ মান্নান। তিনি বলেন, “ছাত্রসমাজের নৈতিক অবক্ষয় রোধে ছাত্রসেনার বিকল্প নেই। এই লক্ষে ছাত্রসেনা বিগত ৪১ বছর ধরে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।” সমাবেশে উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় ইসলামী ফ্রন্টের শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সচিব অধ্যক্ষ তৈয়্যব আলী। প্রধান বক্তা ছিলেন ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল রোমান। সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ জয়নাল আবেদীন ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মুহাম্মদ রায়হান উদ্দীন’র যৌথ সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য ড. আল্লামা আ.ত.ম লিয়াকত আলী, ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের শ্রম ও বাণিজ্য বিষয়ক সচিব পীরজাদা গোলামুর রহমান আশরফ শাহ, য্বুসেনা কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ আবু আজম, ইসলামী ফ্রন্ট নেতা কাজী মুহাম্মদ আইয়ুব, যুবসেনা চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীর হোসাইন, তাবাসসুম এয়ার ট্রাভেল এন্ড হজ্ব কাফেলার ব্যবস্থাপনা পরিচালক মাওলানা হাফেজ মুহাম্মদ হোসাইন, যুবসেনা রাঙ্গুনিয়া উপজেলার সভাপতি মাহমুদুর রশিদ মাসুদ, ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সহসভাপতি মুহাম্মদ ইদ্রিস প্রমুখ। সংবর্ধিত অতিথি ছিলেন ছাত্রসেনা রাঙ্গুনিয়া উপজেলা উত্তরের সাবেক সভাপতি মুহাম্মদ মাহবুব এলাহী, মাওলানা সালাউদ্দীন নেজামী, মাওলানা মামুনুর রশীদ বাবর, যুবনেতা হাফেজ মুহাম্মদ শহিদউল্লাহ, এম শহিদুল আলম শহিদ, মুহাম্মদ আশেকে মোস্তফা দিদার, মিজানুর রহমান মাসুদ।

Share.

Leave A Reply