রাঙ্গুনিয়ায় জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থ মানুষের চাহিদা নির্ণয় বিষয়ক কর্মশালা স্থায়িত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা’র ফেয়ারার লেবার মাইগ্রেশন প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে থানা সদরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আমির মোহাম্মদ নসরুল্লাহ। ইপসা ফেয়ারার লেবার মাইগ্রেশন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারি মো. আবদুস সবুরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মো. আসলাম খাঁন। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার। বক্তব্য দেন কারিতাসের কর্মকর্তা জসিম উদ্দিন, ইপসার ফেয়ারার লেবার মাইগ্রেশন প্রকল্পের কর্মকর্তা আশরাফ উল্লাহ, জয়নাল আবেদীন, গ্রিভেন্স ম্যানেজমেন্ট কমিটির (জিএমসি) সদস্য মোকারম হোসেন প্রমুখ। কর্মশালায় জলবায়ু পরিবর্তনে ক্ষতিগস্থ মানুষ ছাড়াও বিভিন্ন পেশার লোকজন অংশ নেন।