নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল, সামাজিক বিভিন্ন সংগঠন রোববার(১৫ আগস্ট) নানা কর্মসূচি পালন করেছে।
উপজেলা প্রশাসন: রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ আলোচনা সভা ও দোয়া মাহফিল রোববার(১৫ আগস্ট) সকালে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইফতেখার ইউনুসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন সহকারী কমিশনার(ভূমি) রাজীব চৌধূরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেব প্রসাদ চক্রবর্তী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মাহবুব মিলকী, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, রাঙ্গুনিয়া পৌরসভা আ.লীগ সভাপতি আসলাম খাঁন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার খায়রুল বশর মুন্সী। আলোচনা শেষে পল্লী সঞ্চয় ব্যাংক থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দেয়া অক্সিজেন সিলিন্ডার তুলে দেন অতিথিরা। এছাড়া অন্ষ্ঠুানে গাছের চারাও বিতরণ করা হয়।
রাঙ্গুনিয়া হাসিনা জামাল কলেজ : রাঙ্গুনিয়া হাসিনা জামাল ডিগ্রী কলেজের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা দুপুরে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) ইউসুফ নুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আবুদাবি বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি ও কলেজ গভর্নিং বডির সভাপতি মো. ইফতেখার হোসেন বাবুল। কলেজ শিক্ষক সুজন সাহার সঞ্চালনায় বক্তব্য দেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের সহসভাপতি আবুল কাশেম চিশতী,স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নুরুল্লাহ, উপজেলা আ.লীগের সদস্য আবদুর রহিম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নাছির উদ্দিন রিয়াজ, মরিয়মনগর ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক শওকত হোসেন সেতু, কলেজ শিক্ষক শিলাদাশ গুপ্ত প্রমুখ
পল্লী সঞ্চয় ব্যাংক : জাতীয় শোক দিবস উপলক্ষে পল্লী সঞ্চয় ব্যাংক রাঙ্গুনিয়া শাখার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়। এই উপলক্ষে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইফতেখার ইউনুস। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) রাজীব চৌধূরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেব প্রসাদ চক্রবর্তী, রাঙ্গুনিয়া পৌরসভা আ.লীগ সভাপতি মাষ্টার আসলাম খাঁন, পল্লী সঞ্চয় ব্যাংক রাঙ্গুনিয়া শাখার শাখা ব্যবস্থাপক রাশেদা বেগম, জুনিয়র অফিসার সুব্রত বড়–য়া প্রমুখ।