নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়ায় চেস (দাবা) একাডেমি গঠিত হয়েছে। কমিটিতে রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. আবু সায়েমকে আহ্বায়ক ও আলহাজ্ব আবুল বশর চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সৌমেন কান্তি সাহাকে সদস্য সচিব করা হয়েছে। রোববার (২ জানুয়ারি) বিকেলে রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে কমিটি গঠন নিয়ে আলোচনা সভায় তাঁদের দুজনকে নির্বাচিত করা হয়। সাবেক জাতীয় ও আন্তর্জাতিক দাবা খেলোয়াড় মো. এনায়েত হোসেন সভার সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বদিউল খায়ের লিটন চৌধুরী, রাঙ্গুনিয়া সরকারি কলেজের অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, শিক্ষক মো. জাবেদ হোসেন তালুকদার, মো. ওমর ফারুক, রনজিত চক্রবর্ত্তী, মুক্তি সাধন বড়ুয়া, রাজু প্রসাদ বড়ুয়া, মো. আলমগীর, মঈনুল ইসলাম, অর্পন বড়ুয়া, মো. ইসহাক জামান, মো. নাসির উদ্দিন, আবদুল্লাহ আল হেলাল চৌধুরী, মান্না বড়ুয়া প্রমুখ।
রাঙ্গুনিয়ায় দাবা একাডেমি’র কমিটি গঠিত
0
Share.