রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসা’র উদ্যোগে ফেয়ারার লেবার মাইগ্রেশন ইন বাংলাদেশ কর্মসূচী প্রকল্পের আওতায় জিএমসি (গ্রিভেন্স ম্যানেজম্যান্ট কমিটি) এবং ইউনিয়ন পরিষদ সদস্যদের জেন্ডার ধারনা, নারী-শিশুদের জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে করনীয় ও সাড়াদান বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ফেব্র“য়ারি) দিনব্যাপী প্রশিক্ষণ থানা সদরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এতে ৩০ জন নারী ও পুরুষ প্রশিক্ষণার্থী ছিলেন। প্রশিক্ষক ছিলেন ইপসার প্রকল্প ব্যবস্থাপক আবদুস সবুর , ফারহানা ইদ্রিস, আইনজীবি আবদুর রব। সঞ্চালক ছিলেন ইপ্সার মাঠ কর্মকর্তা জয়নাল আবেদীন । প্রশিক্ষণে জেন্ডারভিত্তিক সহিংসতা, জেন্ডার বৈষম্য, জেন্ডার সমতা, সাম্যতা,জেন্ডার ভিত্তিক সহিংসতার কারণ ও প্রভাব, জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে প্রচলিত আইন ও বিধিমালা, সামাজিক সালিশসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।