রাঙ্গুনিয়ায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনা বাড়ছে

0

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি
রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির হিড়িক পড়েছে। গত ৬ মাসে অন্তত ত্রিশটিরও বেশি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি।
ট্রান্সফরমার চুরির ঘটনাকে কেন্দ্র করে পল্লী বিদ্যুৎ বোর্ড বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় একাধিক অভিযোগ দায়ের করেও কোন সুরাহা পাচ্ছেন না। এমনকি মাইকিং, উপজেলা মাসিক সমন্বয় সভায় বিষয়টি উত্তাপন করে প্রশাসন ও স্থানীয় ইউপি চেয়ারম্যানদের সচেতন করা হলেও ঠেকানো যাচ্ছে না ট্রান্সফরমার চুরি।
রাঙ্গুনিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের দৈবিকিনন্দন গ্রামের ২০টি পরিবার গত ১৫ দিন ধরে অন্ধকারে জীবন পার করছে। ১৫ দিন আগে অভিনব কায়দায় এই গ্রামে পল্লী বিদ্যুতের খুটি থেকে ট্রান্সফরমার চুরির ঘটনার পর থেকে তারা অন্ধকারে দিন পাড় করছে।
এই বিষয়ে স্থানীয় অরূপ সাহা বলেন, “সম্প্রতি অভিনব কায়দায় বিদ্যুৎ চালু অবস্থায় ট্রান্সফরমার চুরি হয়ে গেছে। পুনরায় ট্রান্সফরমার সংযুক্ত করতে বিদ্যুৎ অফিসে যোগাযোগ করা হলে তারা ৬০ হাজার টাকা দাবী করেছেন। কিন্তু এই এই এলাকার সনাতনী সম্প্রদায় এই টাকা দিতে সম্পূর্ণ অপারগ। কারণ প্রত্যেক পরিবারই নিম্ন আয়ের। এখানে কেউ সেলুনের দোকানে চাকুরী করে, কেউ দিন মজুর, কিউবা চাষি। সামনে পূজা, তার উপর ৬০ হাজার টাকার চাহিদা পূরণ করা এক প্রকার অসম্ভব। তাই বাধ্য হয়ে অন্ধকারে মানবেতর দিন পার করতে বাধ্য হয়েছে গ্রামের প্রত্যেক পরিবার।”
অনিক সাহা নামে এই গ্রামের অন্য একজন বলেন, “গত ৪ বছর আগেও এই গ্রামে ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছিল। সেইবার ৩০ হাজার টাকার বিনিময়ে ট্রান্সফরমার পুনঃ সংযোজন করা হয়েছিল। এবার একেবারে দেয়ালে পিঠ ঠেকে গেছে সবার।”
এ বিষয়ে যোগাযোগ করা হলে পল্লী বিদ্যুতের রাঙ্গুনিয়া জোন অফিসের এজিএম(ও এন্ড এম) জুয়েল দাশ চুরির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গত ৬ মাস ধরে রাঙ্গুনিয়ায় একটি চক্র উপজেলার বিভিন্ন এলাকা থেকে ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেই চলেছে। শুধুমাত্র গত এক মাসেই ১০টি ট্রান্সফরমার চুরি হয়েছে। গত শুক্রবার রাতেও শিলক ইউনিয়নের একটি ট্রান্সফরমার খোলা পাওয়া গেছে। এসব ঘটনায় রাঙ্গুনিয়া থানায় অভিযোগ দায়ের, মাইকিং করা, মাসিক সমন্বয় সভায় বিষয়টি উত্তাপন করা, ইউপি চেয়ারম্যানদের অবহিত করা হলেও ঠেকানো যাচ্ছে না ট্রান্সফরমার চুরি। বিষয়টি উদ্বেগজনক। চুরি ঠেকাতে এলাকাবাসীকে সচেতন হওয়ার আহবান জানিয়েছেন তিনি।
রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিল্কী জানান, ট্রান্সফরমার চোরাই চক্রকে গ্রেফতার করার চেষ্টা অব্যাহত রয়েছে।

Share.

Leave A Reply