রাঙ্গুনিয়ায় পাচারকালে চোলাই মদসহ এক মহিলা গ্রেপ্তার

0

নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়ায় পাচারের সময় ২০ লিটার চোলাই মদসহ হালিমা বেগম (৫০) নামে এক মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাড়ি চট্টগ্রাম নগরীর চাঁন্দগাও থানার কালুরঘাট বেপারী পাড়া এলাকায় । রোববার (২৯ নভেম্বর) দুপুর ১২ টায় উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের দোভাষী বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
রাঙ্গুনিয়া থানার এস আই মো. মাহাবুব হোসেন বলেন, “ অভিযান চালিয়ে ২০ লিটার চোলাই মদসহ ওই মহিলাকে গ্রেপ্তার করা হয়। এসব মাদক স্যালাইনের প্যাকেটে করে ওই মহিলার শরীরে বাঁধা ছিল। মদ ঢাকতে পড়নে বোরকা পড়া ছিল। মদগুলো চট্টগ্রাম শহরে পাচারের জন্য দোভাষী বাজার রাস্তায় অপেক্ষা করছিল ওই মহিলা। তাঁর বিরুদ্ধে রাঙ্গুনিয়া ও চাঁন্দগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ টি মামলা রয়েছে। মাদক বহনের দায়ে তার বিরুদ্ধে আরো একটি মামলা হয়েছে।”

Share.

Leave A Reply