নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়ায় প্রতিপক্ষের অতর্কিত হামলায় ৭ বোনসহ একই পরিবারের ৯ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের ছুপিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় রাঙ্গুনিয়া থানায় মামলা হয়েছে।
হামলায় আহতরা হলেন উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ছুপিপাড়া এলাকার শামসুল হকের মেয়ে জয়নাব বেগম (৪৯), তসলিমা আক্তার (৩৫), হালিমা বেগম (৩৮), সুমি আক্তার (২৮), রহিমা বেগম (৪০), জায়তুন নূর বেগম (৪৫), ছলিমা বেগম (৩৫) ও তাঁর পুত্র মো. সোলেমান(১৮) এবং ভাইয়ের স্ত্রী শাহীন আক্তার (২৭)। তাঁদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত জয়নাব বেগম জানান, তাঁদের প্রতিবেশী প্রতিপক্ষ মো. ওসমান (৪৫), নুরুল আলম (২৮), মো. শফি (২৬), মো. ইলিয়াছ (৪২), মো.কবির (৩৫), আরমান হোসেন (২২), মো. মান্নান (৩৮) গংদের সাথে দীর্ঘদিন ধরে জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছে। বিরোধের জেরে গত ২৮ জানুয়ারি সকালে সলিমা বেগম ও ছোট ভাইয়ের স্ত্রী শাহিন আক্তারকে মারধর করে। পরের দিন (২৯ জানুয়ারি) সকালে তারা আবারও সংঘবদ্ধ হয়ে দা, লোহার রড, লাঠিসোটা নিয়ে আমাদের ঘরের উঠানে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। তাদের এলোপাথাড়ি মারধর এবং ধারালো দা’য়ের কোপে আমিসহ আমার ৬ বোন, ভাগিনা এবং ছোটভাইয়ের বউ গুরুতর আহত হয়। স্থানীয়রা আমাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তারা ইতিপূর্বেও একাধিকবার হামলা চালিয়েছে এবং বার বার মারার হুমকি দিচ্ছে।
হামলার বিষয়ে জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার ওসি (তদন্ত) মো. মাহবুব মিল্কি জানান, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে থানায় মামলা দায়ের হয়েছে। তাঁদের প্রতিপক্ষরাও একটি অভিযোগ করেছেন। বিষয়টির প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছি। ”##