নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়ার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রধান শিক্ষকদের নিয়ে প্রধান শিক্ষক সমিতি গঠিত হয়েছে। রোটারী বেতাগী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শামসুল আলমকে সভাপতি এবং দক্ষিণ রাঙ্গুনিয়া এম শাহ আলম চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার দে কে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি এবং ৯ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়। বুধবার (১০ ফেব্র“য়ারি) দুপুরে রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক সভায় এই কমিটি গঠন করা হয়। কাউখালী আনোয়ারা বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আইয়ুব সভায় সভাপতিত্ব করেন। সভা সঞ্চালনা করেন রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম মিজানুর রহমান। সভায় উপজেলার ২৭ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই কমিটি আগামী দুই বছর সমিতির কার্যক্রম পরিচালনা করবেন। সমিতির গঠনতন্ত্রের আলোকে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে গতিশীল করতে মাননীয় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের নেতৃত্বে রাঙ্গুনিয়ার মাধ্যমিক শিক্ষা সংশ্লিষ্ট সকল পক্ষের সুসমন্বয়ে কাজ করাই মূলত এই সমিতির লক্ষ্য ও উদ্দেশ্য বলে অঙ্গীকার করেন নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।
রাঙ্গুনিয়ায় প্রধান শিক্ষক সমিতি গঠিত
0
Share.