রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়ার বিএনপি’র আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে অধ্যাপক কুতুব উদ্দিন বাহারকে আহবায়ক ও আবু আহম্মেদ হাসনাতকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। অন্যদিকে রাঙ্গুনিয়া পৌরসভা বিএনপির আহবাক কমিটিতে বিএনপি নেতা মো. মাহবুব ছাফাকে আহবায়ক ও আবদুল সালামকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির আহবায়ক ও চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য গোলাম আকবর খোন্দকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটিগুলো অনুমোদন দেওয়া হয়।
জানা যায়, ২০১৪ সালের দিকে সর্বশেষ উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপির কমিটি গঠন করা হয়েছিল। দীর্ঘ ৮ বছর পর এসব কমিটি গঠন করা হয়। কয়েকটি গ্রুপে বিভক্ত উপজেলা বিএনপির কমিটি গঠনে বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দ ঐক্যমত পোষণ করেন।