নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা ইউএনও মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার(৩ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সভায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেহানুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা মুহাম্মদ মুস্তাফা কামাল, কৃষি কর্মকর্তা কারিমা আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার খায়রুল বশর প্রমুখ। সভায় ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, করোনা পরিস্থিতির কারনে এবার মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বড় জমায়েত হবেনা। কুচকাওয়াজ, আলোচনা সভা ছাড়াও লোক সমাগম হয় এই রকম অনুষ্ঠান সীমিত পরিসরে করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে জাতীয় পতাকা উত্তোলন, শ্রদ্ধাঞ্জলী অর্পণ, চিত্রাংকন-রচনা প্রতিযোগিতা স্বাস্থ্যবিধি মেনে করা হবে। ”
রাঙ্গুনিয়ায় বিজয় দিবসে কুচকাওয়াজ হবেনা, অনুষ্ঠান সীমিত পরিসরে
0
Share.