রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়ায় বিনামূল্যে করোনা টিকার নিবন্ধন করা হবে। নিবন্ধনের পর টিকা কার্ডের প্রিন্ট কপিও দেয়া হবে বিনা টাকাতে। বৃহষ্পতিবার(২২ জুলাই)উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস মুক্তিযোদ্ধা বাজারে বুথের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। পদুয়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বুথটি স্থাপন করা হয়।
এসময় মন্ত্রী ছাত্রলীগের উদ্দেশ্যে বলেন, ” দেশের যেকোনো দুর্যোগ মোকাবেলায় ছাত্রলীগের উল্লেখযোগ্য ভূমিকা থাকে। এই ধারাবাহিকতায় বিনামূল্যে ছাত্রলীগের করোনার টিকা নিবন্ধন বুথ স্থাপন প্রশংসার দাবি রাখে। ছাত্রলীগের নেতৃবৃন্দকে সাধারণ মানুষের সুখেদুখে পাশে থেকে কাজ করে যেতে হবে।”
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন এনএনকে ফাউন্ডেশনের অন্যতম পরিচালক এরশাদ মাহমুদ, মোরশেদ মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু তাহের, পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির উদ্দীন সেলিম , সাধারণ সম্পাদক মো. বদিউজ্জামান বদি , উপজেলা যুবলীগ নেতা কায়ছার আলম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক তারেক উদ্দীন রানা প্রমুখ।
রাঙ্গুনিয়ায় বিনামূল্যে করোনা টিকার নিবন্ধন, উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
0
Share.