রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়ায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মান উন্নয়নের জন্য ৩৯ জন সুফল ভোগীদের মাঝে ৩৯ টি গরুর জন্য বিনামুল্যে প্রতিজনকে ১২৫ কেজি করে ৪৮৭৫ কেজি খাবার বিতরণ করা হয়েছে। সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে বৃহষ্পতিবার (৩ নভেম্বর) সকালে প্রাণি সম্পদ দপ্তর প্রাঙ্গনে এসব খাবার সামগ্রী বিতরণ করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মুহাম্মদ মুস্তাফা কামাল। এসময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মো. হারুন অর রশীদ, ডা. কল্পনা চাকমা প্রমুখ।
উল্লেখ্য ২২ নভেম্বর ক্ষুদ্র নৃ গোষ্ঠীর ৩৯ জন সুফল ভোগীদের মাঝে বিনামূল্যে ক্রসব্রীড জাতের ৩৯ টি বক্না ও গরুর ঘর নির্মাণ সামগ্রী দেয়া হয়। এসব গরুর জন্য এই খাবারগুলো বিনামূল্যে দেয়া হচ্ছে। ওইদিন অনুষ্ঠানে ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।
রাঙ্গুনিয়ায় বিনামূল্যে ৪৮৭৫ কেজি পশু খাদ্য বিতরণ
0
Share.