রাঙ্গুনিয়া প্রতিনিধি :
চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন রাঙ্গুনিয়া মডার্ণ ব্লাড ডোনেশন ক্লাবের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে শীতবস্ত্র ও শিক্ষাসামগ্রী বিতরণ, গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা উপজেলা সদরের ইছাখালী এলাকার ইছামতী কমিউনিটি সেন্টারে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকালে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা এডমিন শওকত ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় পুরস্কার প্রাপ্ত মৎস্য খামারী এরশাদ মাহমুদ। উদ্বোধক ছিলেন বেতাগী ইউপি সদস্য ও সংগঠনের উপদেষ্ঠা আবুল মনছুর মেম্বার। প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া উপজেলার স্কুল ম্যানেজমেন্ট কমিটির শ্রেষ্ঠ সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি এম আর মামুনুল হক। সাধারণ সম্পাদক রবিউল মোস্তফার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন রাঙ্গুনিয়া পৌর কাউন্সিলর লোকমানুল হক তালুকদার, উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোরমেলার সভাপতি সাঈদ মোহাম্মদ রণি, সংগঠনের উপদেষ্ঠা ইফতেখার হোসেন, আবু সায়েম, মাস্টার ইসকান্দর মিয়া, জাকিরুল আজম চৌধুরী মোরাদ, নজরুল ইসলাম, মিজানুর রহমান চৌধুরী বাবু প্রমুখ। সংগঠনের পক্ষ থেকে বক্তব্য দেন এডমিন রফিকুল ইসলাম, সরওয়ার আজম, রাজ্জাক হোসেন রোকন, শহীদুল ইসলাম মুন্না, মিজানুর রহমান রাজু, আলমগীর হোসেন, এস এম রবিউল হোসেন, মোহাম্মদ সোলায়মান, জয়ন্ত চক্রবর্তী, আবু মনছুর, মাহমুদুল হাসান, মোহাম্মদ জুনাইদ, মো. সানজিম, মো. নয়ন, মো. সুজন, মো. ইমাম উদ্দিন, সালমা আক্তার, সাইকা আক্তার প্রমুখ। শেষে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয় এবং গুণীজনদের সংবর্ধনা ক্রেষ্ট তুলে দেওয়া হয়।