রাঙ্গুনিয়ায় উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ,সামাজিক সংগঠন উপজেলার কেন্দ্রিয় শহীদ মিনারে বৃহষ্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে পুষ্প মাল্য অর্পন করেন। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ক্যাম্পাসে কুচকাওয়াজ, শরীর চর্চা প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়। বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইফতেখার ইউনুস। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার খায়রুল বশর মুন্সি, বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুছ মিয়া প্রমুখ। বিকাল ৪ টার দিকে উপজেলা সদরের শিশুমেলা মডেল স্কুলে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিবর্ষের শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রাঙ্গুনিয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে নানা কর্মসূচি
0
Share.