রাঙ্গুনিয়ায় মহান স্বাধীনতা দিবস পালিত

0

রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়ায় মহান স্বাধীনতা দিবস ও সূবর্ণ জয়ন্তী উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে উপজেলা প্রশাসন, প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। শুক্রবার (২৬ মার্চ) দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, কুচকাওয়াজ, পুরষ্কার বিতরণ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা, আলোচনা সভা, সাংষ্কৃতিক অনুষ্ঠান ও নাটিকা। সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো. মাসুদুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এড্ভোকেট আয়শা আকতার, সহকারি কমিশনার (ভূমি) রাজিব চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খায়রুল বশর মুন্সি, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি প্রমুখ।
রাঙ্গুনিয়া প্রেস ক্লাব ঃ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ্পমাল্য দেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাব। এই সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি আকাশ আহমেদ, সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, মোহাম্মদ ইলিয়াছ, শান্তি রঞ্জন চাকমা, আব্বাস হোসাইন আফতাব, জগলুল হদা, আরিফুল হাসনাত ।
রাজানগর আ.লীগ ঃ
আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগ। রাণীরহাট বাজার প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু ছৈয়দ তালুকদার। প্রধান অতিথির বক্তব্য দেন রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার। ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আজাদ নূর তালুকদারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী মিল্টন, ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ তালুকদার, ইউনিনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু জাফর তালুকদার, সহ সভাপতি ইউসুফ মাতব্বর প্রমুখ।

Share.

Leave A Reply