নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ৫ম দিনের কার্যক্রমের অংশ হিসেবে মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা ও প্রামাণ্যচিত্র প্রদর্শণ করা হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) সকালে পদুয়া ইউনিয়নের সুখবিলাস দশমাইল বাজারে কর্মসূচির অংশ হিসেবে মৎস্য চাষ বিষয়ক পরামর্শ প্রদান করেন উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে। মাছ চাষের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন সুখবিলাস ফিশারিজ এন্ড প্লান্টেশনের চেয়ারম্যান জাতীয় মৎস্য পুরষ্কার প্রাপ্ত খামারী এরশাদ মাহমুদ। বক্তব্য দেন উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারি মো. ওবাইদুল হক, ক্ষেত্র সহকারি (এনএটিপি) হাসান আলী, স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি টিটু বড়ুয়া, স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি(এনএটিপি)বিধু মুৎসুদ্দী প্রমুখ। আলোচনা শেষে স্থানীয় মৎস্য চাষীদের পুকুরের মাটি ও পানি পরীক্ষা করা হয়।
উল্লেখ্য ২৮ আগস্ট জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়।এই উপলক্ষে প্রচারণা, সাংবাদিকদের সাথে মতবিনিময় পোনামাছ অবমুক্ত, প্রামাণ্য চিত্র প্রদর্শন, প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষী ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময়, মাছ চাষ বিষয়ক পরামর্শ সেবা প্রদান ও চাষীদের পুকুরের মাটি এবং পানি পরীক্ষা করা হয়। এছাড়া সুফলভোগীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ এবং ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময়ের পর ৩ সেপ্টেম্বর মৎস্য সপ্তাহ শেষ হবে।
রাঙ্গুনিয়ায় মাছ চাষ বিষয়ক পরামর্শ সেবা
0
Share.