চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় কর্মরত সাংবাদিকদের জন্য মোবাইল সাংবাদিকতা বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা রাঙ্গুনিয়ায় শুরু হয়েছে। উপজেলা সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) শুরু হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদশ (পিআইবি) আয়াজিত এই কর্মশালায় রাঙ্গুনিয়া, রাউজান, রাঙামাটির কাপ্তাই ও কাউখালী উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন। সকালে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান সভাপতিত্ব করেন পিআইবি’র সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। প্রধান অতিথি থেকে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইফতেখার ইউনুস। বক্তব্য দেন ইউল্যাব এর অধ্যায়ন ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ড. জামিল খান। সঞ্চালক ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার । তিনদিনব্যাপি মোবাইল সাংবাদিকতা বিষয়ক হাতে-কলমে প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের সনদপত্র দেয়া হবে।
রাঙ্গুনিয়ায় মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ
0
Share.