রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়ায় “উপজেলা পর্যায়ে সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবকমূলক কাজে যুবদের ভূমিকা’ শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ জানুয়ারি) উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখার ইউনুসের সভাপতিত্বে ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা খাইরুল আলমের সঞ্চালনায় প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। উদ্বোধকের বক্তব্য দেন চট্টগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক প্রজেষ কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা আ.লীগ সদস্য আকতার হোসেন খাঁন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দিন, কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রুহুল আমিন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জামাল উদ্দিন প্রমুখ। প্রশিক্ষণে ৩০ জন প্রশিক্ষনার্থী অংশ নেন।
রাঙ্গুনিয়ায় যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ
0
Share.