রাঙ্গুনিয়ায় লেখক-পাঠক সম্মিলন

0

রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়ায়“রংধনু গণপাঠাগার” প্রাঙ্গণে বুধবার “লেখক-পাঠক সম্মিলন” অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া “নন্দন বইঘর-রংধনু গণপাঠাগার ”এর উদ্যোক্তা প্রকৌশলী মাসুদুর রহমান। আলোচনা সভায় বক্তব্য দেন রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু সায়েম, শিক্ষক রহিম উদ্দিন সিকদার, নুরুল উলুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আহসান, শিক্ষক মোতাহের হোসেন শেখর ঘোষ, পিপলু কান্তি সাহা, লেখক ফিরোজ আলম, উত্তম কুমার শীল, আজিজুল হক, আব্দুল গনি, নাজিম উদ্দিন, রিগান বড়–য়া, মানস সিংহ, সঞ্জীব কুমার রায়, আনোয়ার হোসেন, নাঈম উদ্দিন, মোরশেদুল ইসলাম, কবি পারভিন আক্তার। বই আলোচনায় চুয়েট স্কুল এন্ড কলেজের সহকারি প্রধান শিক্ষক কবি মো. মজিবুর রহমানের প্রথম কাব্যগ্রন্থ ‘অবসরে মনোবিলাস’, দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘অধিকার’ এবং শিক্ষক ও লেখক মিতা দাশের কাব্যগ্রন্থ ‘অন্যরকম সন্ধ্যা’ ও গল্পগ্রন্থ ‘হারিয়ে খুঁজি’ বইয়ের উপর আলোচনা করা হয়।

Share.

Leave A Reply