রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়ায় যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে সপ্তাহব্যাপী মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার সরফভাটা ইউনিয়নের বড়খোলা পাড়া জঙ্গল সরফভাটা মগপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহি উদ্দিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইফতেখার ইউনুস। সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মো. জামাল উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জঙ্গল সরফভাটা মগপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ধর, অবসরপ্রাপ্ত শিক্ষক অনন্ত চৌধুরী , সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা খাইরুল আলম, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারি ওবাইদুল হক, মৎস্য খামারী মো.আবদুল্লাহ প্রমুখ। প্রশিক্ষনে ৩০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।
রাঙ্গুনিয়ায় সপ্তাহব্যাপী মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণের সমাপনী
0
Share.