রাঙ্গুনিয়ায় স’মিলে কাঠ চিরাতে দেরি হওয়ায় হামলা-ভাংচুর

0

রাঙ্গুনিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় স’মিলে কাঠ চিরাতে দেরি হওয়ায় হামলা-ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার ইছাখালি এলাকায় এই ঘটনা ঘটে। করাতকলের মালিক স্থানীয় জিয়াউল হক রতন এই ঘটনায় রাঙ্গুনিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
স’মিল মালিক জিয়াউল হক রতন অভিযোগ করে বলেন, “ স্থানীয় মো. মহসিন সকালে করাতকলে কাঠ চিরাতে আসলে কাঠ চিরাতে দেরি হওয়ায় শ্রমিকের সাথে তাঁর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মহসিন ও তাঁর ভাই আমাকে মারধর করে। পরে করাতকলের বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করে। মারধরে আহত হওয়ার পর আমি হাসপাতালে চিকিৎসা নিয়েছি।”
অভিযুক্ত মো. মহসিন মোবাইলে বলেন, “ স’মিলে মদ গাঁজার আড্ডা হওয়ায় ভেঙ্গে দেয়া হয়েছে। স’মিলে মাদকের আসর বসানোর ফলে দীর্ঘদিন ধরে এলাকার মানুষ ক্ষুব্ধ।”

Share.

Leave A Reply