নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া
” সংঘাত, অসহিষ্ণুতা, সাম্প্রদায়িকতা নয়, ঐক্যের বাংলাদেশের চাই” এই স্লোগানে সকল নির্যাতন ও উগ্রপন্থার বিরুদ্ধে এবং সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ কামনায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সম্প্রীতি সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গুনিয়ার অসাম্প্রদায়িক জনতার ব্যানারে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় শনিবার (৩০ অক্টোবর) বিকালে সকল ধর্মাবলম্বী মানুষের অংশগ্রহণে এই শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কাপ্তাই সড়ক প্রদক্ষিণ শেষে নূর জাহান কমিউনিটি সেন্টার মাঠে গিয়ে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইফতেখার ইউনুস। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার, রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিলকী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, উত্তরজেলা আওয়ামী লীগের সদস্য আকতার হোসেন খান, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার খাইরুল বশর মুন্সি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী,বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আ.ন.ম নাজমুল হোসাইন নঈমী, সৈয়দবাড়ি নারায়ণ মন্দিরের পুরোহিত সুজন চক্রবর্তী, চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চ’র পালক পাষ্টার স্টিফেন জে, মিত্র, বৌদ্ধ বিহারের ভিক্ষু ধর্মানন্দ মহাথের প্রমুখ।
রাঙ্গুনিয়ায় সম্প্রীতি সমাবেশ ও শোভাযাত্রা
0
Share.