রাঙ্গুনিয়ায় সরফভাটায় ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আরিফ স্মৃতি একাদশ

0

রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা উইনার তরুণ সমাজের আয়োজনে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে এবং ভাষা শহীদদের স্মরণে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট’র ফাইনাল খেলা স্থানীয় মাঠে বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে অনুষ্ঠিত হয়েছে। খেলায় চ্যাম্পিয়ন হয়েছে কুয়েশ আরিফ স্মৃতি ক্রিকেট একাদশ। তারা জহুর স্মৃতি কিংস একাদশ ক্লাবকে ৭ উইকেটে হারিয়েছে। খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরফভাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রউফ মাস্টার। উদ্বোধক ছিলেন চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান এবং কুষ্ঠ হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা কৃষক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন।
সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম জাবেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরফভাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব, যুগ্ম সম্পাদক আবু তাহের, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইউনুচ, সরফভাটা ইউনিয়ম কৃষক লীগের সভাপতি মাহবুবুল আলম মেম্বার, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, আব্বাস হোসাইন আফতাব, সহ সভাপতি পান্থ নিবাস বড়ুয়া, অর্থ সম্পাদক জগলুল হুদা, আওয়ামী লীগ নেতা মো. হোসেন, ইউসুফ আলী, সরফভাটা যুবলীগের যুগ্ম সম্পাদক মো. রুবেল, শাহ আলম, মো. হাসান, ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম আরিফ, সংগঠনের উপদেষ্টা মো. শাহেদ, সাধারণ সম্পাদক মো. রাকিব, মো. মহিন, মো. সাইফু, মো. আজাদ, মো. এমরান প্রমুখ। শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রপি তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়া অংশ নেওয়া বিভিন্ন দলের খেলোয়াড়দের মাঝে ক্রীড়া নৈপুণ্যের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।

Share.

Leave A Reply