রাঙ্গুনিয়া প্রতিনিধি,
রাঙ্গুনিয়ায় সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম মো. রহিম (৪০)। তিনি উপজেলার হোছনাবাদ ইউনিয়নের নজরুর পাড়া এলাকার মৃত ফয়েজ আহমদের ছেলে। বৃহষ্পতিবার (১০ ডিসেম্বর) দিনগত রাতে একই ইউনিয়নের খিলমোগল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই).মো. মাহবুব হোসেন বলেন, “সাজাপ্রাপ্ত এই আসামী দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন। গোপন সংবাদে অভিযান চালিয়ে তাঁকে ধরা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় বিজ্ঞ আদালত ৬ মাসের কারাদন্ড ও ৫ হাজার টাকার অর্থদন্ড করেছে। ”
রাঙ্গুনিয়ায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার
0
Share.