রাঙ্গুনিয়ায় সৈয়দবাড়ীতে বৈশাখী অনুষ্ঠান

0

রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে তিনদিব্যাপি বৈশাখী উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসবের কর্মসূচিতে ছিল সাং®কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান। বৃহষ্পতিবার (১৪ এপ্রিল) রাতে উপজেলা সৈয়দবাড়ী ধর্ম প্রবর্তন বৌদ্ধ বিহার কমপ্লেক্স প্রাঙ্গনে অনুষ্ঠানের সমাপনী হয়েছে। ধর্ম প্রবর্তন ক্রীড়া, সাহিত্য ও সাং®কৃতিক পরিষদ এর আয়োজন করেন। অনুষ্ঠানে আলোচনা সভার পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী সোহেল বড়–য়া সুজন। আশির্বাদক ছিলেন সৈয়দবাড়ী ধর্ম প্রবর্তন বৌদ্ধ বিহার কমপ্লেক্স এর অধ্যক্ষ কর্মবীর করুণাশ্রী থের। সম্মানিত অতিথি’র বক্তব্য দেন সৈয়দবাড়ী বৌদ্ধ বিহার কমপ্লেক্স কল্যাণ কমিটির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট নির্মল কুমার বড়–য়া, সাধারণ সম্পাদক অশোক তালুকদার ও কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা উৎপল বড়–য়া। সংবর্ধিত অতিথি ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু, পৌরসভার কাউন্সিলর কপিল উদ্দিন সিকদার, নারী কাউন্সিলর ইয়াছমিন আকতার, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসাইন আফতাব। শেষে প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।

Share.

Leave A Reply