রাঙ্গুনিয়ায় স্বাস্থ্যবিধি না মানায় ৫ বাস যাত্রীকে জরিমানা

0

রাঙ্গুনিয়া প্রতিনিধি
সরকারি নির্দেশ অমান্য করে মাস্ক না পরায় অভিযান চালিয়ে ৫ জন বাস যাত্রীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের প্রত্যেককে মাস্কও দিলেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাঙ্গুনিয়ার সহকারী কমিশনার (ভূমি) রাজীব চৌধুরী। বুধবার (২৬ জানুয়ারি) বিকেলের দিকে উপজেলা সদরের ইছাখালি এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে সহযোগিতা করে রাঙ্গুনিয়া থানা-পুলিশ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরী বলেন, কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে মানুষকে সচেতন করা ও মাস্ক ব্যবহারে উৎসাহিত করতে রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। পাশাপাশি মাস্কও বিতরণ করা হচ্ছে। অভিযানে স্বাস্থ্যবিধি না মেনে চলা ও মুখে মাস্ক না পরে বাইরে বের হওয়ার অপরাধে ৫ জনকে ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। সামনের দিনগুলোতেও এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Share.

Leave A Reply