রাঙ্গুনিয়ায় হামলায় আহত দুই, থানায় মামলা

0

রাঙ্গুনিয়া উপজেলার বেতাগীতে প্রতিপক্ষের হামলায় মুক্তিযোদ্ধার সন্তানসহ দুইজন গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় রোববার (১৩ ডিসেম্বর) সকালে রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। আহতরা হলেন উপজেলার বেতাগী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মুক্তিযোদ্ধা মমতাজুল হক ফরিদের ছেলে মো. হাসান মুরাদ (৪২) ও তাঁর বন্ধু জিয়াউর রহমান জিয়া (৩১)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। মামলায় আহত হাসান মুরাদ বাদী হয়ে ওই এলাকার মাসুদুল হক চৌধুরীসহ ৯ জনকে বিবাদী করে থানায় মামলা দায়ের করেন।
অভিযোগে জানা যায়, আহত হাসান মুরাদের সাথে তাদের প্রতিপক্ষের বিভিন্ন বিষয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে গত ১১ নভেম্বর বিকালে বেতাগীর গোলাম আলী জামে মসজিদ এলাকায় লোহার রড, লাঠিসোটা নিয়ে প্রতিপক্ষরা তার উপর অতর্কিত হামলা চালায়। হামলায় হাসান মুরাদ গুরুতর আহত হয়। তাকে বাঁচাতে গিয়ে তার বন্ধু জিয়াউর রহমানও গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এনে চিকিৎসা দিয়েছেন।
মামলার সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহবুব বলেন, ‘বেতাগীতে হামলার ঘটনায় আরও বিষদ তদন্ত করে দেখা হচ্ছে। এই ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

Share.

Leave A Reply