রাঙ্গুনিয়ায় হাসিনা জামাল কলেজে বিদায় অনুষ্ঠান

0

নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়ায় হাসিনা জামাল কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান কলেজ অডিটোরিয়ামে মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডি ও আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো. ইফতেখার হোসেন বাবুল। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. জাহেদুল হক। স্বাগত বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইউসুফ নূরী। বিশেষ অতিথি ছিলেন স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউপি চেয়ারম্যান মো. নুরুল্লাহ, কলেজ গভর্নিং বডি’র দাতা সদস্য আবু ফয়সাল, রাখাল দাশ গুপ্ত, আবু আদিল, সদস্য নাছির উদ্দিন রিয়াজ, শিক্ষক রেখা দাশ, খায়েজ আহমদ, নুরুল হুদা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক সুজন সাহা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

Share.

Leave A Reply