রাঙ্গুনিয়ায় হেফাজতের পক্ষে মিছিল থেকে হামলায় আহত আ.লীগ কর্মীর মৃত্যু

0

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে নারীসহ ঘেরাওয়ের প্রতিবাদে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার কোদালায় তাৎক্ষণিক বের করা মিছিল থেকে হামলায় গুরুতর আহত আওয়ামী লীগ কর্মী মো. মুহিবুল্লাাহ (৫৪) মারা গেছেন। চারদিন মৃত্যুর সাথে লড়ে চট্টগ্রাম নগরীর পার্কভিউ হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৬ এপ্রিল) রাত ১টার দিকে তিনি মারা যান বলে হাসপাতালের পরিচালক মো. রেজাউল করিম নিশ্চিত করেন। বুধবার(৭ এপ্রিল) বিকাল ৫ টার দিকে কোদালা ইউনিয়নে মুহিবুল্লাহর জানাজা শেষে দাফন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শনিবার (৩ এপ্রিল) রাত ৮টার দিকে হেফাজত ইসলামের যুগ্ন মহাসচিব মামুনুল হক নারায়নগঞ্জের সোনারগাঁওয়ে একটি রিসোর্টে নারীসহ ঘেরাওয়ের খবর ছড়িয়ে পড়লে রাঙ্গুনিয়ার কোদালায় একটি বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি-জামায়াত ও হেফাজত নেতাকর্মীরা। মিছিলটি ইউনিয়নের ২নং ওয়ার্ড থেকে শুরু করে পূর্ব কোদালা ৬ নং ওয়ার্ড পর্যন্ত যান। পরে ৫নং ওয়ার্ড দক্ষিণ পাড়া জামে মসজিদের সামনে বিক্ষোভ মিছিল থেকে লাঠিসোটা নিয়ে বেধড়ক মারধর করা হয় যুবলীগ নেতা আবদুল জব্বার, দিলদার আজম লিটন ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ মুহিবুল্লাহর ওপর।আ.লীগ কর্মী মুহিবুল্লাহর মাথায় গুরুতর আঘাত করা হয়। পরে আহত অবস্থায় তাকে নগরীর পার্কভিউ হাসপাতালের ভর্তি করা হয়।
এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে রাঙ্গুনিয়া থানায়। মামলা দুটিতে বিএনপি-জামায়াতের কর্মী ও হেফাজত সমর্থক ৬৪জন এজাহার নামীয় এবং অজ্ঞাতনামা ১৫০জনসহ মোট ২১৪জনকে আসামি করা হয়েছে। দুটি মামলাতেই উপজেলা বিএনপি নেতা ইউনুছ মনিকে প্রধান আসামি করা হয়েছে।
রাঙ্গুনিয়া থানার পুলিশ পরিদর্শক মাহবুব মিল্কি বলেন, মারধরের ঘটনায় দায়ের হওয়া মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তর হবে। এজাহারনামীয় তিন আসামিকে আটক করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্যদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।
এদিকে আ.লীগ কর্মী মুহিবুল্লাহ’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাঙ্গুনিয়ার সাংসদ ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

Share.

Leave A Reply