রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের জঙ্গল সরফভাটা বড়খোলা পাড়ায় ৩০০ শীতার্থ দুস্থ মানুষের মাঝে তথ্যমন্ত্রী হাছান মাহমুদের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার (১৩ ডিসেম্বর) সরফভাটা ইউনিয়ন পরিষদের উদ্যোগে মগপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সরফভাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রসেনজিৎ তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুল ইসলাম সরফি, অংলাচিং মারমা, শিক্ষক থোয়াইনুং মং মারমা , অনন্ত চৌধুরী, সাংবাদিক মাসুদ নাসির, শিক্ষানুরাগী মনিলাল তালুকদার প্রমুখ।
রাঙ্গুনিয়ায় ৩০০ দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ
0
Share.