রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেল দিবস পালিত           

0

 রাঙ্গুনিয়ায় শেখ রাসেল দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইফতেখার ইউনুস। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) রাজীব চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার খায়রুল বশর মুন্সী, উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া সফি, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দিন। অনুষ্ঠানে উপজেলা সহকারি প্রোগ্রামার জহিরুল ইসলাম শেখ রাসেলকে নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন পরিচালনা করেন। দিনব্যাপী কর্মসূচিতে উপজেলার ১৫০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা এবং দোয়া মাহফিল, শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাবে উপস্থিত বক্তব্য প্রতিযোগিতা ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Share.

Leave A Reply