নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়া উপজেলা ব্যাটমিন্টন ক্লাবের উদ্যোগে ক্লাবের নিয়মিত খেলোয়াড় উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে’র পদোন্নতি জনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অন্ষ্ঠুানের আয়োজন করা হয়। শনিবার (১৮ জুন) রাতে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ক্রীড়ানুরাগী ছাত্রনেতা রাসেল রাসুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইফতেখার ইউনুস। বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) রাজীব চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা হিন্দোল বারি, সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান, পল্লী বিদ্যুতের এজিএম জুয়েল দাশ, একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা, সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা ভাস্কর দে, শিক্ষক নাসির উদ্দিন ছাত্রনেতা মাহমুদুল ইসলাম রাসেল, আমির হোসেন প্রমুখ। আলোচনার পর রাঙ্গুনিয়ার বিদায়ী মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে’র হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়।
রাঙ্গুনিয়া উপজেলা ব্যাটমিন্টন ক্লাবের বিদায় অনুষ্ঠান
0
Share.