রাঙ্গুনিয়া ক্লাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান

0

নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়া ক্লাবের নবনির্বাচিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান শনিবার (৩০ অক্টোবর) রাতে অনুষ্ঠিত হয়েছে। দায়িত্বগ্রহণ শেষে নেতৃবৃন্দের শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ বাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য কামরুল ইসলাম চৌধুরী। এর আগে বিদায়ী সভাপতি সোলেমান চৌধুরী, সহসভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিন চৌধুরী নবনির্বাচিত সভাপতি মফিজুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম চৌধুরীর কাছে আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত সহ সভাপতি জরীপ আলী, যুগ্ম সম্পাদক তারেক চৌধুরী , অর্থ সম্পাদক মো. কুসুম, বহি: ক্রীড়া সম্পাদক মো. মহসিন, আন্ত:ক্রীড়া সম্পাদক খাইরুল আমিন মিনা, গ্রন্থনা ও পাঠাগার সম্পাদক শওকত চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক রিফাত চৌধুরী, সদস্য রওশন আলী খাঁন ও মো. এসকান্দর ।উল্লেখ্য গত ২৩ অক্টোবর রাঙ্গুনিয়া ক্লাবের কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ১১টি পদের মধ্যে শুধুমাত্র সভাপতি-সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাকী ৯ পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।

Share.

Leave A Reply