রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি
চট্টগ্রামের রাঙ্গুনিয়া ক্লাবে বিনামূল্যে বেসিক কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। তিন মাস মেয়াদী এই প্রশিক্ষণ কোর্সের ১৭তম ব্যাচে এবার ৪০ জন শিক্ষার্থী প্রশিক্ষণ নেবেন। বুধবার (১ ডিসেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। রাঙ্গুনিয়া ক্লাবের উদ্যোগে ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মফিজুল হক চৌধুরী। সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন সাবেক সহসভাপতি নুরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, সহসভাপতি মো. জরিফ আলী, যুগ্ম সম্পাদক তারেক চৌধুরী, কোষাধ্যক্ষ তমিজ উদ্দিন কুসুম, ক্রীড়া সম্পাদক খাইরুল আরাফাত মিনা, মুহাম্মদ মোহসিন, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক রিফাত চৌধুরী, পাঠাগার সম্পাদক শওকত হোসেন চৌধুরী, সদস্য মো. রোশন আলী খাঁন, এসকান্দর শাহ, কম্পিউটার প্রশিক্ষক মোহাম্মদ রুবেল ফারুক। প্রশিক্ষণ শেষে তাঁদের মাঝে সনদ বিতরণ করা হবে।
রাঙ্গুনিয়া ক্লাবে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ
0
Share.