রাঙ্গুনিয়া ছাত্রলীগের নতুন নেতৃত্বে রাসু-আলী

0

রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে রাসেল রাসুকে সভাপতি, মুফিজুর রহমান খানকে সহ সভাপতি ও মো. আলী শাহকে সাধারণ সম্পাদক করা হয়। মঙ্গলবার(২৮ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রেজাউল করিমের যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন এই কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়।
আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা ছাত্রলীগের দপ্তর বরাবর জমা দেওয়ার জন্য বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়।
উল্লেখ্য গত ১৬ অক্টোবর রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি পদে ২৩ জন এবং সাধারণ সম্পাদক পদে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। প্রতিবেদন- আব্বাস হোসাইন আফতাব

Share.

Leave A Reply