রাঙ্গুনিয়া পৌরসভা নির্বাচন : বিএনপি’র মনোনয়ন পেলেন হেলাল শাহ

0

রাঙ্গুনিয়া প্রতিনিধ
রাঙ্গুনিয়া পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী হিসেবে হেলাল উদ্দিন শাহকে মনোনয়ন দেয়া হয়েছে। শনিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির কেন্দ্রিয় মনোনয়ন বোর্ড তাঁকে মনোনয়ন দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জানিয়েছেন হেলাল উদ্দিন শাহ নিজে।
বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হেলাল উদ্দিন শাহ বর্তমানে রাঙ্গুনিয়া পৌরসভা বিএনপির আহবায়ক কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন।
হেলাল উদ্দিন শাহ বলেন, “২০১৫ সালের পৌরসভা নির্বাচনেও আমি ধানের শীষ প্রতিকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্ধন্ধিতা করেছিলাম। কিন্তু সেই নির্বাচনে ভোটাররা ভোট দিতে পারেননি। এবারের নির্বাচন যেহেতু ইভিএমে হবে আশা করছি মানুষ যদি লাইনে দাঁড়িয়ে ভোট দেয়ার সুযোগ পান তাহলে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না।”এদিকে বিএনপি নেতা হেলাল উদ্দিন শাহ দলীয় মনোনয়ন পাওয়ায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য আগামী ২৮ ফেব্রæয়ারি পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনে রাঙ্গুনিয়া পৌরসভার ভোট অনুষ্ঠিত হবে।

Share.

Leave A Reply