রাঙ্গুনিয়া পৌর এলাকায় ফাতেহা ইয়াজদাহুম পালিত

0

গাউসিয়া কমিটি বাংলাদেশ রাঙ্গুনিয়া পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ড ঘাটচেক শাখার উদ্যোগে শনিবার(১২ ডিসেম্বর) বড়পীর হযরত আবদুল কাদের জিলানী (র.) স্মরণে পবিত্র ফাতেহা ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল মাওলানা হুসাইন আহমদ আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া সরকারি কলেজ ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ও ঘাটচেক জামে মসজিদের খতিব অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল মাবুদ। মাহফিলে উদ্বোধনী বক্তব্য দেন গাউসিয়া কমিটি বাংলাদেশ রাঙ্গুনিয়া পৌরসভা শাখার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন শাহ, গাউছিয়া কমিটি রাঙ্গুনিয়া দক্ষিণ- মধ্যম শাখার সভাপতি জমির হোসেন মাস্টার, বিশেষ অতিথি ছিলেন পৌরসভা শাখার সভাপতি মোহাম্মদ ইউসুফ মাস্টার। আলোচনায় অংশগ্রহণ করেন মাওলানা মারুফ বিল্লাহ আশেকী, মাওলানা মুফতি নাসির উদ্দিন নাহিদ আল্- কাদেরী প্রমুখ। মিলাদ -ক্বিয়াম, আখেরি মোনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে মাহফিল শেষ হয়।

Share.

Leave A Reply