রাঙ্গুনিয়া প্রতিনিধি
সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন রাঙ্গুনিয়া ব্লাড ব্যাংকের ৪র্থ বর্ষপূতি উপলক্ষে প্রথম পর্যায়ে পদুয়া ইউনিয়নে ১০টি এতিমখানা ও হেফজখানার শিক্ষার্থীদের মাঝে ১০০ টি পবিত্র কুরআন শরীফ করা হয়েছে। এই উপলক্ষে বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে পদুয়া ইউনিয়নের সুখবিলাস তালিমুল কুরআন মহিলা মাদ্রাসার হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া ব্লাড ব্যাংকের প্রধান উপদেষ্টা মাহবুবুল আলম সিকদার। প্রধান অতিথি ছিলেন চ্যানেল আই’র পরিবর্তনের নায়ক পদকপ্রাপ্ত সুখবিলাস ফিসারিজ এন্ড প্ল্যান্টেশনের চেয়ারম্যান এরশাদ মাহমুদ। ব্লাড ব্যাংকের অ্যাডমিন হাবিবুর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনটির উপদেষ্টা সাংবাদিক জগলুল হুদা, সুখবিলাস তালিমুল কুরআন মহিলা মাদ্রাসার পরিচালক মাওলানা নাছির উদ্দিন, যুবলীগ নেতা মহির উদ্দিন রানা, ব্লাড ব্যাংকের এডমিন শহিদুল ইসলাম প্রমুখ। শেষে মাদ্রাসা শিক্ষার্থীদের হাতে কুরআন শরীফ তুলে দেয়া হয়। ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়ার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় ৫ শতাধিক কুরআনুল করিম বিতরণ করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।
রাঙ্গুনিয়া ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পবিত্র কুরআন বিতরণ
0
Share.