রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়া উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এনএটিপি প্রকল্পের (ফেজ -২) আওতায় বান্দরবান পার্বত্য জেলায় অভিজ্ঞতা বিনিময় সফর, মৎস্য হ্যাচারি পরিদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ মার্চ) দুপুরে বান্দরবান পার্বত্য জেলা মৎস্য দপ্তরের হলরুমে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বান্দরবান পার্বত্য জেলা মৎস্য কর্মকর্তা অনিল কুমার সাহা। আলোচনা করেন বান্দরবান পার্বত্য জেলা সদরের উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জিয়া উদ্দিন, রাঙ্গুনিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, বান্দরবান পার্বত্য জেলা মৎস্য দপ্তরের উপসহকারি পরিচালক মো. মামুন, বান্দরবান পার্বত্য জেলা সদরের উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয়ের মৎস্য স¤প্রসারণ কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন। এই সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা মৎস্য দপ্তরের ফিল্ড এ্যাসিসটেন্ট শামীম আল মামুন, ক্ষেত্র সহকারি ওবাইদুল হক প্রমুখ। আলোচনা সভা শেষে রাঙ্গুনিয়া উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা, ১৫ জন লিফ (স্থানীয় মৎস্য স¤প্রসারণ প্রতিনিধি), সিআইজি নেতৃবন্দ, পোনা সরবরাহকারীসহ ৩৫ জনের একটি দল বান্দরবান পার্বত্য জেলার সুয়ালক ইউনিয়নে একটি বান্দরবান মিনি ম্যৎস্য হ্যাচারি, একটি ব্যক্তিগত তেলাপিয়া হ্যাচারি ও সিআইজি চাষীদের খামার পরিদর্শন করেন। পরে দলটি বান্দরবানের পর্যটন কেন্দ্র নীলাচল, মেঘলাসহ বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন।