নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়ার রাহাতিয়া দরবারে ওরছে নঈমী নকশবন্দী উপলক্ষে দুস্থদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। দরবারের আধ্যাত্বিক সংগঠন আনজুমান-এ-এহ্ইয়ায়ে সুন্নাহ বাংলাদেশের উদ্যোগে ও রেজায়ে মোস্তফা (দ:) প্রবাসী পরিষদ ইউএই এর সহযোগিতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে দুস্থদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম চলবে। রোববার (৯ জানুয়ারি) বিকেলে রাহাতিয়া দরবার প্রাঙ্গনে ৪ শতাধিক কম্বল বিতরণের মধ্যে দিয়ে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন দরবারের সাজ্জাদানশীন সৈয়্যদ মুহাম্মদ ওবাইদুল মোস্তফা নঈমী। উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল (এম এ ) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নাছির উদ্দিন তৈয়্যবী, চুয়েট কলেজের অধ্যাপক গোফরান, আনজুমান-এ-এহ্ইয়ায়ে সুন্নাহ বাংলাদেশের মহাসচিব মাওলানা নিজাম উদ্দিন নঈমী, মাওলানা আবদুল হামিদ নঈমী প্রমুখ।
রেজায়ে মোস্তফা (দ:) প্রবাসী পরিষদ ইউএই এর সভাপতি মো. কোরবান আলী বলেন, “ ওরশে নঈমী উপলক্ষে প্রথম পর্যায়ে চার শতাধিক কম্বল বিতরণ হবে। দুস্থদের মাঝে বিতরণ করা হবে সেলাই মেশিন। দরবারের মানবিক কাজের সহযোগিতা দিয়ে যাচ্ছেন রেজায়ে মোস্তফা (দ:) প্রবাসী পরিষদ। ভবিষ্যতেও পরিষদ কাজ করে যাবে। ”
রাঙ্গুনিয়া রাহাতিয়া দরবারে ওরশ উপলক্ষে কম্বল বিতরণ
0
Share.