রাঙ্গুনিয়া সরকারি কলেজের প্রাক্তন অধ্যাপক প্রশান্ত সেনগুপ্ত’র মৃত্যু

0

রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়া সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান প্রশান্ত সেনগুপ্ত (৬৭) গতকাল রবিবার ভোররাতে চট্টগ্রাম নগরীর বাসায় শেষ নিঃশ^াস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ ও বহুমুত্র রোগে ভুগছিলেন। আজ সোমবার দুপুরে বোয়ালখালি উপজেলার পোপাদিয়া পারিবারিক শ্মশানে তাঁর শবদেহ দাহ করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, পুত্রবধূ, জামাতা, দুই নাতনি ও অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি ছিলেন ইংরেজি সাহিত্যের লেখক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষক, প্রশ্ন প্রণেতা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল¬া ও পরবর্তীতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইংরেজি সাহিত্যের পরীক্ষক, প্রধান পরীক্ষক, প্রশ্ন প্রণেতা, মডারেটর। তিনি বোয়ালখালী বিভূতিভূষণ উচ্চ বিদ্যালয় (বি বি উচ্চ বিদ্যালয়) থেকে ম্যাট্রিক, চট্টগ্রাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ ডিগ্রি অর্জন করেন। শিক্ষকতা জীবনের শুরুতে রাঙ্গুনিয়া কলেজে ইংরেজি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। একই প্রতিষ্ঠানে সুদীর্ঘ কাল সুনামের সাথে শিক্ষকতা শেষে অবসর নেয়ার পর রাঙ্গুনিয়া পাবলিক স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। তিনি বোয়ালখালী বি বি উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে রাঙ্গুনিয়া সরকারি কলেজ শিক্ষক পরিষদ ও কর্মচারী পরিষদ গভীর শোক প্রকাশ করেছেন শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

Share.

Leave A Reply