নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়া সরকারি কলেজ গভর্ণিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পাওয়ায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুন) সকালে কলেজের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এ. কে. এম সুজা উদ্দীন। অধ্যাপক মর্তুজা মোরশেদুল আনোয়ারের সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য দেন কলেজের প্রাক্তণ অধ্যক্ষ মো. আবু ইউসুফ বক্তব্য দেন অধ্যাপক নুরুল মোমেন, হোমায়রা রওশন, ড. মুহাম্মদ আবদুল মাবুদ, বিশ্বজিৎ রায় চৌধুরী, কলেজ কর্মচারি পরিষদের সাধারণ সম্পাদক এ কে এম আবু মুছা, কলেজ ছাত্র সংসদের ভিপি শহীদুল ইসলাম চৌধুরী, কলেজ ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি বাবলা তালুকদার। পরে কলেজের পক্ষ থেকে ইউএনও’ কে ক্রেস্ট তুলে দেয়া হয়।
রাঙ্গুনিয়া সরকারি কলেজে ইউএনও’র বিদায় সংবর্ধনা
0
Share.